মোঃ শান্ত খান, সাভার: ২৬ মার্চ ২০২৩ , ৫:৪৬:৪৬ প্রিন্ট সংস্করণ
সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি শ্রমিক কলোনীর প্রায় ২৭ টি রুম। এতে সব কিছু হারিয়ে নিস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
২৬ মার্চ (রবিবার) সকালে সাভারের তালবাগ এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,সকালে তালবাগ এলাকায় দুটি শ্রমিক কলোনীর টিনসেড বাড়িতে ভয়াবহ আগুন লাগে।
এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুতের মধ্যে ওই দুটি শ্রমিক কলোনীর প্রায় ২৭ টি রুম পুড়ে ছাই হয়ে যায়।
পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভয়াবহ আগুন নেভাতে আহত হয়েছে অন্তত দশ জন।
বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছে পুলিশ। তবে আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অপরদিকে সাভারের রাজাশনের ঘাসমহল এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি বাড়ির ও দুই টি রুম।