অর্থনীতি

সিলেটে অস্থির পিয়াজের বাজার কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৮:০১:১৬ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি:

সপ্তাহের ব্যবধানে সিলেটে কেজিতে পিয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। খুচরা বাজারে যা আরো বেশি। হঠাৎ পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে আবারও পিয়াজের দাম বেড়েছে।

মঙ্গলবার সিলেটের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে পিয়াজ ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। আর খুচরা বাজারে কোন কোন জায়গায় বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি পর্যন্ত।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬৬ শতাংশ বেড়ে ৬০-৬৫ টাকা

পিয়াজের এমন দাম বাড়ার কারণে অস্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

ক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে। কোনোকিছুতে নিয়ন্ত্রণ নেই। শুধু পিয়াজ নয়, চাল-ডাল, তেল-চিনি সবকিছুর অস্বাভাবিক দাম। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চারদিন আগেও পিয়াজের কেজি ৫০ টাকা কিনেছি।

এখন পাইকারি বাজারেই ৬০ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। মহল্লার ব্যবসায়ীরা ৭০ টাকা কেজি পিয়াজ বিক্রি করছেন।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে ৪০ টাকা কেজি পিয়াজ বিক্রি করতাম, কিছুদিন আগে ৪৮-৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া পিয়াজ এখন পাইকারিতে ৬০-৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আরও বেশি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা আরো বলেন, চাহিদার তুলনায় পিয়াজের সরবরাহ অনেক কম।

বাজরে এখন শুধু দেশি পিয়াজ। এলসি পিয়াজের সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে ভারত থেকে পিয়াজ আমদানির উদ্যোগ নেয়া দরকরা বলে জানান অনেকে’ই।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com