খবরের ডাকঘর ডেস্ক: ১৪ এপ্রিল ২০২৩ , ২:৫৭:৪১ প্রিন্ট সংস্করণ
খবরের ডাকঘর ডেস্ক:
ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ঈদের আনন্দ ও ভোলার দৌলতখান উপজেলা সহ বোরহানউদ্দিন উপজেলা কে মেঘনার ভাঙন থেকে রক্ষায় ১১৩ কোটি টাকার রিভাইস প্রকল্পের সু খবর নিয়ে নির্বাচনী এলাকায় আসছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল (এমপি)।
প্রতিবারের ন্যায় স্থানীয় সাংসদ আলী আজম মুকুল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বাচনী এলাকায় আসলেও এবার এই আনন্দকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে মেঘনা ভাঙন থেকে রক্ষায় জননেত্রী প্রধানমন্ত্রীর রিভাইস প্রকল্পের আওতায় ১১৩ কোঠি টাকার বরাদ্ধ অনুমোদন।
এই প্রকল্পের কাজটি হয়ে গেলে দৌলতখানের চৌকিঘাট থেকে একটানা তজুমদ্দিন পর্যন্ত মেঘনা পাড়ের পুরো সীমানা সিসি ব্লকদ্বারা আচ্ছাদিত হবে।
এ প্রসঙ্গে সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান আল্লাহ তালায়ার কাছে শুকরিয়া ও মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য এটি ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি।
মেঘনার পাড়ের স্থানীয়রা জানান, নদী ভাঙন নিয়ে মেঘনার পাড়ের আমরা সকল বসবাসকারীরা সবসময় চিন্তায় থাকি, এই প্রকল্প অনুমোদনের জন্য বঙ্গবন্ধুর কন্যা দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।