সারাদেশ

সুখবর পেলেন গরু চুরির মামলায় বহিষ্কৃত সেই ছাত্রলীগ নেত্রী

  অনলাইন ডেস্ক: ১৮ এপ্রিল ২০২৩ , ৪:২৮:৩৭ প্রিন্ট সংস্করণ

গরু চুরির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার। আদালত। রবিবার (১৬ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালত এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন এ খবর জানিয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) বাবলী আদালতে হাজির ছিলেন। এ সময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। গরু চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরদিন ৩ নভেম্বর বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর ঢাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com