প্রতিনিধি ৩ মে ২০২৩ , ২:২৭:২০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
বিবাহবিচ্ছেদ উদযাপন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ভারতের এক তরুণী। দেশটির সমাজে এখনো বিবাহবিচ্ছেদকে একটি ঘৃণ্য কাজ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দেওয়ার ফলে সমাজে লাঞ্ছনার শিকার হতে হয় নারীদের।
মানুষের কটূ কথার ভয়ে অনেক মেয়েই চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেন। তবে এবার ব্যতিক্রমী এক কাজ করলেন ভারতের এক স্বাধীনচেতা নারী। স্বামীকে ডিভোর্স দিয়ে সেটি উদযাপন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে বিভিন্ন ক্যাপশনে অন্য নারীদের প্রতি উপদেশমূলক অনেক কথা লিখেছেন এই নারী।
তার পোস্টগুলোর কমেন্টে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। স্বাধীন জীবনে তাকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ।
একটি ছবিতে দেখা যায়, তার সাবেক স্বামীর সঙ্গে তোলা তার একটি ছবি মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলছেন তিনি। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ডিভোর্স মানেই ব্যর্থতা নয়, এটা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
অন্য এক পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, প্রত্যেক সমাপ্তির পর একটি নতুন সূচনা হয়।
আরেকটি ছবিতে দেখা যায়, তার ও স্বামীর একটি ছবি পায়ের নিচে ফেলে রেখে পোজ দিয়েছেন তিনি।