হবিগঞ্জ প্রতিনিধি: ১৫ এপ্রিল ২০২৩ , ১:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ নামক স্থানে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আজমিরিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে সজলু মওয়া (৫০) ও একই গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী নুর জাহান (৪৮)। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- হবিগঞ্জ থেকে আজমেরিগঞ্জ যাওয়ার পথে অটোরিকশাটি শুটকি ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। ট্রাকের পেছনে একটি নষ্ট ট্রাক্টর ছিল। সেটিও একই সঙ্গে অটোরিকশাটিকে আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সজলু মিয়াকে এবং হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নুরজাহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নষ্ট ট্রাক্টর নিয়ে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ হাসপাতালে আছে। চালক পালিয়ে গেছে। ট্রাক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।