সারাদেশ

হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৬:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন, মির্জাপুর-টাঙ্গাইল:

টাঙ্গাইল হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

(২৭ শে এপ্রিল বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় মির্জাপুর সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি’র সৌজন্যে এই প্রীতি ভোজের আয়োজন করা হয়।

এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠানে হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ মোঃ শাহাদাত হোসেন সোহাগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ যুগ্ন সাধারণ সম্পাদক, আমিনুর রহমান আকন্দ সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, গোলাম সারওয়ার টিপু উপদেষ্টা সদস্য , সিরাজ মল্লিক স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতা ফাহাদ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মনজুর কাদের, মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাঈদ আল মামুন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক কাজী সাব্বিরসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গুণীজন উপস্থিত ছিলেন।

আগত অতিথিগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম সাহেবকে প্রতিবছর ভালো ফলাফল ও সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এস.এস.সি বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া কামনা করে উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করে শেষ করেন মুফতি ওয়াহিদুজ্জামান।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com