সারাদেশ

হাতে চোট পেয়ে আহত টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৭:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক:

হাতে চোট পেয়ে আহত হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন। 

চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্মস্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে।

আর্মস্লিং পরে হাসি মুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গেই লিখেছেন, কিছুদিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।

সতীর্থ থেকে অনুরাগী, মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’-এর শ্যুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত ছবিটি।

সূত্র: নিউজ১৮ বাংলা

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com