কবিতা

হারানো নূপুর

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ৩:১৪:৩০ প্রিন্ট সংস্করণ


মাধুরী রানী সাধুঃ

  হঠাৎ করে মনে আমার
        লাগলো ভীষণ ব্যাথা,
                  পায়ের থেকে একটা নূপুর
                     হারিয়ে গেলো কোথা।

  চারদিকটা খুঁজে বেড়াই
          পাইনা তার খোঁজ,
                     আমার সাথে সবসময়
                      বাঁজতো সুরে রোজ।

   মনটা আমার তাইতো খারাপ
           ভাবছি বসে বসে,
                   পছন্দের সেই জিনিসখানা
                     নেইকো আমার কাছে,

   মনের জোরে খুঁজতে লাগলাম    
        পাবো আমি জানি,
                    সখের নূপুর হারিয়ে গিয়ে
                        চোখে আসছে পানি।

  সবখানেতে দেখে এবার
       এলাম আমার ঘরে,
            হতাশ মনে তাকিয়ে আছি
                            বিছানার উপরে।

  নিরাশ হৃদয়ে আশার সঞ্চার
    ফিরে এলো প্রাণ,
        নূপুর আমার এখানেই আছে
                   আমায় ছাড়া ম্লান।

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com