ইসলাম ও জীবন

হিজাব খুলতে বলায় চাকরি ছেড়ে দিলেন মুসলিম শিক্ষিকা

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ১১:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্কঃ

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। এর মধ্যেই আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজ্যের তুমাকুরুর জৈন পিইউ কলেজের এক প্রভাষক তার চাকরি ছেড়ে দিয়েছেন। চাঁদনী নামের ওই মুসলিম প্রভাষকের অভিযোগ, তাকে হিজাব খুলতে বলেছেন কলেজের অধ্যক্ষ। যা তার আত্মমর্যাদায় আঘাত হেনেছে। এ কারণেই এমন সিদ্ধান্ত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছর ধরে কলেজটিতে প্রভাষক হিসেবে কাজ করে আসছিলেন চাঁদনী। কিন্তু কখনোই তার হিজাব পরা নিয়ে আপত্তি জানায়নি কলেজ কর্তৃপক্ষ। এবারই প্রথম হিজাব খুলতে বলা হয়েছে।

চাঁদনী অভিযোগ করে বলেন, আমি গত তিন বছর ধরে জৈন পিইউ কলেজে কাজ করছি। এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু গতকাল অধ্যক্ষ আমাকে বলেন যে, আমি পড়াতে গিয়ে হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরতে পারবো না। আমি গত তিন বছর অন্যদের হিজাব পরা শিখিয়েছি। নতুন এই সিদ্ধান্ত আমার আত্মসম্মানে আঘাত হেনেছে। এ কারণেই আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, এমন অভিযোগ অস্বীকার করেছেন জৈন পিইউ কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ। তিনি বলেন, তিনি বা কলেজ কর্তৃপক্ষের অন্য কেউ ওই নারী প্রভাষককে কখনো হিজাব খুলতে বলেনি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com