সারাদেশ

৪০ টাকার ডাব বাজারে এসে হয়ে যায় ১৫০ থেকে ২৫০ টাকা

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ১:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধিঃ

ডিমের পর এবার বাজারে লাগামহীন দাম বেড়েছে ডাবের। ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ডাব ব্যবসায়ীরা এর দাম বাড়িয়েছেন কয়েকগুণ। স্থানীয় চাষিদের বাগান থেকে কেনা ৪০-৪৫ টাকার ডাব মধ্য স্বত্বভোগী ও ব্যবসায়ীদের হাতঘুরে স্থান ভেদে বিক্রি  হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকায়। এ অবস্থায় ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ ও বিস্ময়।

ডেঙ্গু রোগীর জন্য ডাবের পানি সহায়ক হওয়ায় ডাক্তারও ডাব খেতে বলেন। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এর দাম বাড়িয়েছেন কয়েক গুন। এ কারণে রোগীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।

ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজন আবুল কালাম বলেন, গত কয়েক দিনে ডাবের দাম বেড়েছে লাগামহীন ভাবে।

একটি ডাব স্থানীয় বাজারে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ঢাকায় গিয়ে তার দাম দাঁড়াচ্ছে ২৫০ টাকা পর্যন্ত।

ডাব ব্যবসায়ী মোহাম্মদ লোকমান মিয়া বলেন, আপনারা শুধু শুধুই ব্যবসায়ীদের দোষ দিচ্ছেন। আমরা গ্রাম গঞ্জ ঘুরে ডাব ক্রয় করি।

আজকাল ১০০ গাছ বাইলে (উঠলে) ২০০ ডাব মেলে না। করোনার পর থেকে নারকেল গাছে একধরনের ফাঙ্গাসের কারণে ফলন নাই। চাহিদার তুলনায় পণ্য কম থাকায় এতটাই দাম বেড়েছে।

বাগান মালিক জুবায়ের আহম্মেদ বলেন, গেল সপ্তাহে মাত্র ২০০ ডাব বিক্রি করেছি। বড় হওয়া একেকটি ডাব ৪৫ টাকা দর পেয়েছি।

পরিবহন খরচ, পারার মজুরি বাদ দিলে ৭০ থেকে ৮০ টাকা বাজার দর হলেই লাভ থাকে বিক্রেতার।

এদিকে ডাবের দাম হঠাৎ বেড়ে যাওয়া সম্পর্কে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ডেঙ্গু পরিস্থিতি সামনে রেখে এ ঘটনার সৃষ্টি। ইতিমধ্যে আমরা কয়েকটি অভিযান পরিচালনা করেছি। ডাব জব্দসহ জরিমানাও করেছি।

জেলা ব‌্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে এর একটি সুরাহা করার চেষ্টা করছি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com