সারাদেশ

৪ দিনের সন্তান কোলে নিয়ে এসএসসি পরীক্ষা দিলেন সাদিয়া খাতুন

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ৫:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি:

চারদিনের সন্তান কোলে নিয়ে এসএসসি পরীক্ষায় বসেছেন সাদিয়া খাতুন নামের এক শিক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা দেন তিনি।

সাদিয়া খাতুন উপজেলার পৌর এলাকার খালধারপাড়া গ্রামের টুটুল শেখের মেয়ে। সে আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী।

সাদিয়া খাতুন পরীক্ষা শেষে বলেন, চারদিন আগে আমার বাচ্চা হয়েছে। অনেক সময় ধরে পরীক্ষা দিতে হয়। তাই চার দিনের সন্তান বাড়িতে রাখা সম্ভব না। এ জন্য বাচ্চা সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা শুরু হলে ওর ফুপুর কাছে রেখে গিয়েছিলাম। তবে কয়েক বার এসে কান্নাও থামিয়েছি বাচ্চার।

তিনি আরও বলেন, বাচ্চা অনেক ছোট তাই তাকে রুমের বাইরে রেখে পরীক্ষা দিতে আমার অনেক সমস্যা হচ্ছে। এজন্য বাকি পরীক্ষা নাও দিতে পারি।

শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাদিয়া খাতুন চারদিনের শিশু নিয়ে পরীক্ষা দিয়েছে আমাদের কেন্দ্রে। পরীক্ষার সব নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে। এ সময় শিশুটিকে কয়েকবার মায়ের দুধ পানের ব্যবস্থাও করা হয়।

শৈলকুপা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জাগো নিউজকে বলেন, পরীক্ষার প্রথম দিনে চার দিনের সন্তান নিয়ে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিয়েছে এক শিক্ষার্থী। বাকি পরীক্ষা দিতে যাতে সমস্যা না হয় এর জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com