সারাদেশ

৯২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২৬ বছরের যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১:০৪:০৭ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল প্রতিনিধি:

৯২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২৬ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পলাশ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের পর বৃদ্ধার দাঁত ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বৃদ্ধার ছেলে বাদী হয়ে পলাশের বিরুদ্ধে থানায় মামলা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর পুত্রবধূ দাবি করেন, সোমবার রাতে শাশুড়ির ঘর থেকে শব্দ পেয়ে তারা এগিয়ে যান। পরে খাটের নিচ থেকে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

স্থানীয় ইউপি চেয়ারমান এম এ মালেক ভূঁইয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পলাশ মাদকাসক্ত যুবক। আমরা তার কঠিন শাস্তি চাই।

ওসি মোল্লা আজিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় বৃদ্ধার ছেলে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com