খেলাধুলা

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক ১০ অক্টোবর ২০২৪ , ৪:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের মেয়েদের জন্য এ ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। কেননা, সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেয়েদের।

‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে একটি জয়ে বাংলাদেশ নারী দলের অর্জন ২ পয়েন্ট। বাংলাদেশের সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তালিকায় শীর্ষে ইংল্যান্ড। তাই সেমিফাইনালে খেলার জন্য গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হলে পয়েন্ট অর্জন করতেই হবে বাংলাদেশকে।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে পিছিয়ে পড়েন লাল-সবুজের জার্সিধারীরা। তবে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীভাবে সফল হওয়া যায়, এখন শুধু সেদিকেই পূর্ণ মনোযোগ তাদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচে খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ।