পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১০ অক্টোবর ২০২৪ , ৫:৩৪:০৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা আবেদ করতে পারবেন। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হচ্ছে, ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত ও মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো: