প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪৯:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ফেসবুক পোস্টের মাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের দুই নেতা। তারা হলেন, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান বাবুল পাটোয়ারী ও কাজী হাসানুজ্জামন।
(বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী) সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্যে কামরুজ্জামান বাবুল পাটোয়ারী জানান, লালমোহনে খাল খননকালে খালের জায়গায় গড়ে ওঠা মার্কেট মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে মর্মে “লালমোহনের রাজনীতি” নামে একটি ফেসবুক আইডি থেকে আমাদের দুজনকে জড়িয়ে পোস্ট করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। তাই আমরা এ মিথ্যাচারের বিরুদ্ধে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছি যাহার জিডি নং:-২৪৯ তারিখ: ৫/০২/২০২৫ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।