লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ডের ভূক্তভোগী এলাকাবাসী। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহিমপুর এলাকাবাসি ব্যানারে এ মানববন্ধন করেন এবং এই মানববন্ধনে রহিমপুর গ্রামের বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ গ্রহন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রহিমপুর এলাকার রিফাতুল ইসলাম সবুজ, মো. নাজিম উদ্দিন, আরজু বেগম সহ আরো অনেকে'ই। এ সময় বক্তারা বলেন, আমাদের একই এলাকার বিল্লাল ইয়াবা ও গাজা ব্যবসার সাথে জরিত এবং মাদকে আসক্ত হয়ে নিজের দেহে নিজে'ই আঘাত করে এলাকার বিভিন্ন মানুষকে দোষারোপ করে থানায় মামলা করেন এবং জরিমানা বাবদ হাতিয়ে নেয় নগদ টাকা। সে সুস্থ মানুষ হয়েও প্রতিবন্ধীর ছুরুত নিয়ে ভিক্ষার নামে বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করতে থাকে। এখন এলাকার মানুষ অতিষ্ঠ তাই এর প্রতিবাদে আজ আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এছাড়াও একাধিক বিয়ে করে অনেক নারীকে হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে ওর বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।