সারাদেশ

ভোলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন লালমোহন থানার মো. সিরাজুল ইসলাম

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ১:৩২:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোলা জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন লালমোহন থানার মো. সিরাজুল ইসলাম। বুধবার ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স অফিস সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের কল্যান ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

জানাযায়, প্রতি মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে কাজ করার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।

এদিকে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামকে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায়, তিনি জেলা পুলিশ সুপারসহ উর্ধতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জনে আমার সহকর্মীরা প্রেরণা পাবে। পাশাপাশি নিজের দায়িত্ববোধ আরো বেড়ে গেল। সর্বোপরি লালমোহন বাসীর প্রতি শুভ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন,সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)বাবুল আখতার সহ ভোলা জেলার সকল থানার ওসিবৃন্দ।

আরও খবর

Sponsered content