আইন-আদালত

ভোলার লালমোহনে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার ব্যাবসায়ীর জরিমানা

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৩:৩০:০৪ প্রিন্ট সংস্করণ

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারের সার ব্যাবসায়ী দাস এন্ড সন্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

(বৃহস্পতিবার ৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ্ আজিজ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা কৃষি অফিসার আবু হাসনাইন আহমেদ সহ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দাস এ্যান্ড সন্স ডিলার পয়েন্টে মূল্য তালিকার উপর ক্যালেন্ডার রেখে সারের দাম ঢেকে রাখা এবং সারের দাম সরকারি নির্ধারিত মূল্যের থেকেও বেশী দামে বিক্রয় করায় এসকল অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় এই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।