প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ১:৫১:১৫ প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার ১২’ই রমজান) বাদ আসর ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল হায়দার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির এমরান, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, প্রস্তাবিত সভাপতি মোঃ বাবুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা জাসাস এর আহবায়ক আজাদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা বশির আহমেদ, আবদুস সাত্তার, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাসান হাওলাদার, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক, ফজলে রাব্বি নাফিজ, উপজেলা ছাত্র দল নেতা আলাউদ্দিন ইলিয়াস, জাহিদুল ইসলাম নয়ন, সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক জুবায়ের বকসি, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খান সাহেব, সাধারণ সম্পাদক শাহিন পন্ডিত, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রস্তাবিত মোঃ লিটন পন্ডিত, সাধারণ সম্পাদক হেলাল তরী, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হাওলাদার, ছাত্রদলের সভাপতি মোঃ নয়ন সম্পাদক নাজিমুদ্দিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর জন্য দোয়া চেয়ে সকল মোমিন মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়।