প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ১:০০:২১ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার ১৯ রমজান) বাদ আসর কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের একতা বাজার হযর ওমর ইবনে খাত্তাব (রা:) মাদরাসার কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ মফিজ হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ এমদাদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মিজানুর রহমান বাবুল সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন কালমা ইউনিয়ন শাখা।
এ সময় বক্তারা বলেন, যদি কোনো রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়, তবে তা সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তার মতে, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থায় সামাজিক নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, যার ফলে রাষ্ট্রে কোনো ধরণের সন্ত্রাস, লুটপাট এবং অন্যায় কার্যক্রম থাকবে না।
তারা আরো বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাস। এটি আমাদের নিজেদের ভুল সংশোধন করার, এবং ভাল কাজের দিকে মনোনিবেশ করার সুযোগ দেয়। যদি আমরা রমজান মাসে নিজেদের চরিত্র, আচরণ, এবং মনোভাব পরিবর্তন করতে না পারি, তবে এর আধ্যাত্মিক উপকারিতা আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে না।
অনেকেই রমজান মাসে কেবল শারীরিকভাবে রোজা রাখেন, কিন্তু তার আধ্যাত্মিক পরিবর্তন, চরিত্রের উন্নতি বা অন্যদের প্রতি সহানুভূতি তৈরি করতে ব্যর্থ হন। রমজান আমাদেরকে শেখায় যে, শুধু ইবাদত নয়, বরং আমাদের প্রতিদিনের জীবন, সম্পর্ক এবং কর্মকাণ্ডেও পরিবর্তন আনতে হবে। সুতরাং, যদি রমজান মাসে আমরা নিজেদের পরিবর্তন না করতে পারি, তবে এর বরকত পুরোপুরি লাভ করা কঠিন হতে পারে। তবে এটি একটি সুযোগ, এবং আমাদের উচিত এই মাসটিকে নিজের আত্মিক উন্নতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা।
এসময় দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন, মুফতী মোঃ মুসা কালামুল্লাহ সহ জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিলে সকল মুসলিম উম্মাহ’র সুস্থতা ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।