প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ২:২৩:১৩ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে বিএসআরএমের রড ক্রয় করে লালমোহন উপজেলা পর্যায়ের সকল কাষ্টমার ও রিটেলার কে নিয়ে মিটিং এ লাকি কুপন পেয়ে বিএসআরএম কাষ্টমার ও রিটেলার মিটিং এ প্রথম পুরস্কার পেলেন সাংবাদিক জাহিদ দুলাল।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার দক্ষিণ বাজারে অবস্থিত সুমন এন্ড ব্রাদার্স’র দোকান থেকে প্রথম পুরস্কার তুলে দেন সুমন এন্ড ব্রাদার্স’র পরিচালক নুরে-আলম তানীন। এসময় উপস্থিত ছিলেন, বিএসআরএম’র মার্কেটিং অফিসার মো. রুহুল আমিন ও সাংবাদিক অপু হাসানসহ আরও অনেকে।