মোঃ নূরে আলম নূর ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৯:১৪ প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ন্যাশনাল ডেইলি রিপোর্টার্সের উদ্যোগে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত ‘ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমোহন ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের সংগঠনটি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদকে ভূষিত হওয়ায় লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন।
ইউরো বাংলা টাইমস ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের জহিরুল হক সেলিম, ইত্তেফাকের প্রতিনিধি এসবি মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি, দৈনিক যায়যায়দিনের মিজানুর রহমান, আজকের ভোলার প্রতিনিধি শাহিন আলম মাকসুদ, খোলা কাগজ প্রতিনিধি মাহমুদ হাসান লিটন, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইউসুফ আহমেদ, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ছাইফুল ইসলাম-(জিহাদ), দক্ষিণ আঞ্চল প্রতিনিধি ইব্রাহিম আকাশ, দৈনিক খবরের ডাকঘর প্রতিনিধি মোঃ নূরে আলম নূর।