লাইফ স্টাইল

লালমোহনে নিজেদের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৭ মে ২০২৪ , ৪:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ

লালমোহন ভোলা প্রতিনিধিঃ সারাদেশে চলছে তীব্র তাপ প্রবাহ, বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে তাপ প্রবাহ। এমন অবস্থায় রাস্তায় চলাচলকারী খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম বিপাকে। রিকশা-ভ্যান অথবা কর্মজীবী মানুষ একটু পরিশ্রম করলেই স্রোতের মতো তাদের শরীর থেকে ঝরে পড়ছে ঘাম। পানি স্বল্পতায় কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে লালমোহন বাজারের চৌরাস্তায় নিজ উদ্যােগে স্যালাইন বা শরবত তৈরি করে পথচারীদের ডেকে পান করাচ্ছে কয়েকজন শিক্ষার্থী ।এই দৃশ্য দেখে স্বভাবতই মনে পড়ে ‘মানুষ মানুষের জন্য’। ছোট ছোট বাচ্চারা অটো রিকশা, ভ্যান গাড়ি অথবা পথচারী দেখলেই ডাকছে আসেন ভাই শীতল পানি খান। রবিবার সকাল ১১ টায় লালমোহনের ছেলে, ঢাকা গ্রীন ইউর্নিভাসিটির, আইন বিভাগের ছাত্র মেহেরাব হোসেন অপি এবং বাংলাদেশ মেরিন একাডেমির আশফাক এর উদ্যাগে এই শরবত বিতরণ করেন। তাদের সাথে সহযোগিতা করেন,লালমোহন হাজি মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় শিক্ষার্থী মোহনা, লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের শিক্ষার্থী শিমু এবং লিজা।

আরও খবর

Sponsered content