আওয়ামীলীগ

ভোলার লালমোহনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটি গভীর শ্রদ্ধায় লালমোহন কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি) সহ উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণ।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রভাত ফেরি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে গিয়ে শেষে হয়। প্রভাত ফেরী শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। এরপর অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন সকহারি কমিশনার (ভূমি) মোঃ ইমরান মাহমুদ ডালিম, লালমোহন থানা অফিসার ইনচার্জ এস.এম মাহবুব উল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান মিলন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফররুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content