সারাদেশ

নেত্রকোনায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  নেত্রকোনা প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৩ , ৬:১৪:২৪ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে রাইসা মনি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের হাঁসানোয়াগাও গ্রামে নানার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাইসা একই ইউনিয়নের মৌতলা গ্রামের মো. আব্দুর রহিমের মেয়ে। মৃতের বাবা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। থাকেন চট্টগ্রাম শহরে। দুদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল রাইসা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে রাইসা মনি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মা শাপলা আক্তার তার পরিবারের সদস্যদের নিয়ে বিকেলে খাবার খেতে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ির অন্যশিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এর ফাঁকে সকলের অগোচরে রাইসা মনি ঘর থেকে বের হয়ে তার নানার বসতবাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুকে  দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মাসহ পরিবারের লোকজন। খোঁজাখুজির একপর্যায়ে রাইসাকে বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। তাদের ডাক চিৎকারের বাড়ির লোকজন ছুটে আসেন। পরে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content